ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আতিফ আসলাম আসছেন তো

আতিফ আসলাম আসছেন তো

আতিফ আসলাম মানেই তারুণ্যের উচ্ছ্বাস। সুরের স্রোতে হারিয়ে যাওয়া বাঁধ ভাঙা আনন্দে-উচ্ছ্বলতায়। তাই তারুণ্যের ইতিবাচক শক্তিকে জাগিয়ে তুলতে আগামী ১৩ ডিসেম্বর ফের ঢাকা মাতাবেন পাকিস্তানের এই জনপ্রিয় সংগীতশিল্পী। ‘এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’- শিরোনামে কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার ১০০ ফিট ও ৩০০ ফিট এলাকার মধ্যবর্তী একটি আধুনিক, বিস্তৃত ও নিরাপদ আউটডোর কনসার্ট এরিনায়। যেখানে সহজেই সব মাধ্যমে যাতায়াত করতে পারবেন আতিফ ভক্তরা।

এদিকে আতিফ আসলামের এ কনসার্টটি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য। আতিফ আসলাম আসছেন না কনসার্টটিতে, এমনকি ভেন্যুও চূড়ান্ত হয়নি এমন তথ্য ছড়িয়ে পড়ায় বিভ্রান্ত হয়ে পড়েছেন আয়োজক তথা ভক্তরা। এমন পরিস্থিতিতে আয়োজকরা জানান, নিরাপত্তাজনিত কারণে ভেন্যুর সঠিক নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না; এই সুযোগটিকে কাজে লাগিয়েই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ভেন্যু সংক্রান্ত প্রয়োজনীয় সব প্রস্তুতি, অনুমোদন ও আনুষ্ঠানিকতা এরইমধ্যে সম্পন্ন হয়েছে। দর্শক, শিল্পী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি ব্যবস্থা সাজানো হচ্ছে। এদিকে স্বয়ং আতিফ আসলাম নিজেই পাশে দাঁড়িয়েছেন আয়োজকদের। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে গত বুধবার কনসার্টের পোস্টার শেয়ার করে জানান দিয়েছেন আবারও ঢাকা মাতাতে আসছেন তিনি। শুধুমাত্র এ কনসার্টটিতে অংশ নিতেই ফের ঢাকায় উড়ে আসছেন তিনি, আতিফের এমন ঘোষণায় ভক্তদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত