ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মিজানুর রহমানের কথায় নতুন গান ‘কতো ভালোবাসি’

মিজানুর রহমানের কথায় নতুন গান ‘কতো ভালোবাসি’

সায়মন তারিক পরিচালিত ‘বিবর’ সিনেমার জন্য নতুন গান ‘কতো ভালবাসি’-এর রেকডিং সম্পন্ন হয়েছে। ১০০ মাল্টিমিডিয়া প্রযোজিত এ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমান রাজ। গানটির কথা লিখেছেন গীতিকার, গবেষক ও কলামিস্ট মিজানুর রহমান। সুর করেছেন পলক হাসান সুমন, আর সংগীতায়োজন করেছেন কবির জনি। গানের রেকডিং শেষ হওয়ায় শিগগিরই দৃশ্যায়নের প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। জানা গেছে, এই মাসেই গানটির শ্যুটিং শুরু হবে। গীতিকার মিজানুর রহমানের সঙ্গে সালমান রাজ ও পলক হাসান সুমনের এটি প্রথম কাজ নয়। এর আগেও তাদের বেশ কিছু রাজনৈতিক ও দেশাত্মবোধক গান আলোচনায় আসে। সেগুলোর মধ্যে রয়েছে- ‘দেশবাসীর সম্মান তারেক রহমান’, ‘জিয়া তুমি বাংলাদেশ’, ‘মা খালেদা জিয়া’, ‘বিএনপি ছিল আছে থাকবে’, ‘নতুন স্বাধীন বাংলাদেশ’ সহ আরও বেশ কিছু গান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত