ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

অর্থনীতি ঊর্ধ্বমুখী ধারায় রাখতে বিদেশি বিনিয়োগে জোর

অর্থনীতি ঊর্ধ্বমুখী ধারায় রাখতে বিদেশি বিনিয়োগে জোর

দেশের অর্থনীতির চাকা ঊর্ধ্বমুখী রাখতে বিদেশি বিনিয়োগে জোর দিয়েছে অন্তর্বর্তী সরকার। শিল্প-কারখানা থেকে শুরু করে স্বাস্থ্য খাতেও বিদেশি বিনিয়োগকারী টানার চেষ্টা করছে। এরইমধ্যে বাংলাদেশ-মার্কিন অর্থনৈতিক অংশীদারত্ব আরও এগিয়ে নিতে বাংলাদেশে শীর্ষ মার্কিন কোম্পানিগুলো অঙ্গীকারবদ্ধ হয়েছে। মার্কিন কোম্পানিগুলোর পাশাপাশি চীনা কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।

চীনের খ্যাতনামা পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে ১৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। অর্থনৈতিক অঞ্চলের আওতায় টেক্সটাইল ডাইং খাতে ১০ কোটি ডলার এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) গার্মেন্টস শিল্পে ৫ কোটি ডলার বিনিয়োগ করবে।

গতকাল বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে। বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে। এ ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে। একসময় ক্ষুদ্রঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে।

বক্তব্যের একপর্যায়ে ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টা আবেগাপ্লুত হয়ে পড়েন। কয়েক সেকেন্ডের জন্য তার কণ্ঠ রোধ হয়ে যায়। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী এ বিনিয়োগ সম্মেলন গত ৭ এপ্রিল শুরু হলেও গতকাল প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন।

চার ক্যাটাগরিতে পুরস্কার: দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গতকাল বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) আয়োজনে ৪ ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ওয়ালটন (দেশি বিনিয়োগকারী) বিকাশ (বিদেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিকস।

রাষ্ট্রীয় স্বীকৃতি সম্মান সূচক নাগরিকত্ব পেলেন কিহাক সাং: বাংলাদেশের শিল্প খাতের বিকাশ ও বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং বৈদেশিক আয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেডে) পরিচালনাকারী প্রতিষ্ঠান ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে দেয়া হয়েছে সম্মানসূচক নাগরিকত্ব। বিনিয়োগ সম্মেলনে কিহাক সাংকের হাতে এই স্বীকৃতি তুলে দেন প্রধান উপদেষ্টা। এর মাধ্যমে একজন বিদেশি বিনিয়োগকারী হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখার জন্য তিনি পেলেন এই দেশের নাগরিক না হয়েও ‘সম্মানিত নাগরিক’ মর্যাদা। সিহাক সাংয়ের হাতে নাগরিকত্বের প্রয়োজনীয় ডকুমেন্ট তুলে দেয়া হয়।

বাংলাদেশের রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে কিহাক সাং তার প্রতিক্রিয়ায় বলেন, ‘সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত।’ কিহাক সাং বাংলাদেশে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম। ১৯৮০ সাল থেকে তিনি বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিহাক সাং বাংলাদেশের শিল্পের সঙ্গে যে তার যাত্রা শুরু করেছিলেন, এখন তা এক শিল্প সামাজ্যে রূপ নিয়েছে। শুধু তাই নয়, আশির দশকে বাংলাদেশের পোশাক শিল্প উদ্যোক্তাদের মধ্যে তিনি ছিলেন প্রধম বিদেশি বিনিয়োগকারী। ইয়াংওয়ান ১৯৮০ সালের মে মাসে টেক্সটাইল ও অ্যাপারেল রপ্তানি খাতে প্রথম বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে এবং এই শিল্পে নারী কর্মসংস্থানের পথিকৃৎ হিসেবে পরিচিত।

মার্কিন কোম্পানিগুলোর অংশীদারিত্বে জোরদার: গত মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে শীর্ষ মার্কিন কোম্পানিগুলোর প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত হয়। ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও এক্সেলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর পিটার হাস, যিনি একসময় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়াও মেটা, ভিসা, শেভরন, উবার, মেটলাইফ, মাস্টারকার্ড, বোয়িং এবং ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের প্রতিনিধিরা ছিলেন এ প্রতিনিধি দলে। এক্সেলারেট এনার্জি বর্তমানে ইউএস চেম্বার অব কমার্সের অধীন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছে। বৈঠকের আলোচনার বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নেতৃত্বে এই প্রতিনিধিদল বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করে এবং দুই দেশের মধ্যে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দেয়। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়। একটি শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তুলতে মার্কিন কোম্পানিগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করে। পিটার হাস বলেন, বাংলাদেশের অগ্রযাত্রায় মার্কিন কোম্পানিগুলোর দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি রয়েছে। এই অগ্রযাত্রার ভিত্তি হলো স্থিতিশীলতা, উদ্যোক্তা মনোভাব এবং টেকসই সমৃদ্ধি। সরকারপ্রধানের দপ্তর বলছে, প্রতিনিধিদল বাণিজ্য ও অ-বাণিজ্য বাধা দূর করতে সরকারের গৃহীত অর্থনৈতিক সংস্কারমূলক উদ্যোগকে স্বাগত জানায়। যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের (ডিএফসি) সাবেক ডেপুটি সিইও এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশে বিনিয়োগকারী মার্কিন কোম্পানিগুলোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে মার্কিন কোম্পানিগুলোর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশি পণ্যে বাড়তি শুল্ক আরোপের প্রেক্ষাপটে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই বাংলাদেশ আন্তর্জাতিক আলোচনায় শক্ত অবস্থানে থাকুক। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধিদল বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য উন্নয়ন এবং যুক্তরাষ্ট্র থেকে আরও বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহ জানায়। মুহাম্মদ ইউনূস বাংলাদেশের উন্নয়নে মার্কিন কোম্পানিগুলোর অবদানের জন্য ধন্যবাদ জানান এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ: বিশ্বব্যাপী উন্নতমানের নিটেড টেক্সটাইল, ডাইং প্রসেস এবং পোশাক উৎপাদনের জন্য চীনভিত্তিক স্বনামধন্য পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। গতকাল এ লক্ষ্যে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং হান্ডা টেক্সটাইল কোং লিমিটেডের চেয়ারম্যান হেং জেলি নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত