ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তারেক ফিরছেন ২৫ ডিসেম্বর

তারেক ফিরছেন ২৫ ডিসেম্বর

১৮ বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে। ওই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

২০০৭ সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেফতার হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পান তারেক রহমান। গ্রেফতারের পর তার ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ করা হয় বিএনপির তরফ থেকে। পরবর্তী সময়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঢাকা ছাড়েন তারেক রহমান। দীর্ঘ সময় চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেন তিনি। পরবর্তী সময়ে বিএনপির তরফে জানানো হয়, ২০১২ সালে তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন। এক বছরের মধ্যেই তা গৃহীত হয়। আওয়ামী লীগ আমলে একাধিক ‘মিথ্যা মামলা’র কারণে তিনি দেশে আসতে পারেননি-এমনটা বারবার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। সম্প্রতি তারেক রহমানের মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকায় তার দেশে ফেরার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। তুমুল আলোচনার মধ্যেই এবার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে জানানো হলো বিএনপির কান্ডারির দেশে ফেরার তারিখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত