ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নিন্দা-প্রতিবাদ, সহযোদ্ধাদের কান্না

নিন্দা-প্রতিবাদ, সহযোদ্ধাদের কান্না

গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে ঢল নামে ইনকিলাব মঞ্চ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের। বিভিন্ন দলের নেতাকর্মীদের পাশাপাশি হাদিকে দেখতে আসেন হাজারও সাধারণ মানুষ। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা হাদির শারীরিক অবস্থার বিভিন্ন খবর শুনে তাদের অনেককে হাউমাউ করে কাঁদতে দেখা গেছে। কেউ কেউ দুই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে দোয়া করছেন। সবার একটাই চাওয়া, সৃষ্টিকর্তা যেন ওসমান হাদিকে ফিরিয়ে দেন। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, ঢামেক জরুরি বিভাগ, ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার, আইসিইউ করিডোর ও হাসপাতালের প্রতিটি কোণ জুড়ে একই দৃশ্য- উৎকণ্ঠা, কান্না, আর এক ধরনের গভীর অসহায়ত্ব। ইনকিলাব মঞ্চ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাধারণ মানুষ- হাদিকে এক নজর দেখতে সবাই ছুটে আসেন। হাসপাতালের বাইরে চতুর্দিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকেন হাজারও মানুষ। হাসপাতালের আইসিইউর সামনে অপেক্ষমাণ হাদির রাজনৈতিক সহকর্মীরা। কেউ কথা বলতে পারছেন না, কেউ চুপচাপ দেয়ালে হেলান দিয়ে কাঁদছেন। শুধু তার দলই নয়, সহমর্মিতা জানাতে এসেছেন নানা রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের মানুষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের সামনে নেতাকর্মীদের কাঁধে হাত রেখে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে কাঁদতে দেখা গেছে। তাকে দীর্ঘক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে কাঁদতে দেখা গেছে। পাশেই হতবিহ্বল অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাত রশিদকেও। ঢাকা মেডিকেলের সামনে অপেক্ষমাণ সব নেতাকর্মী ও সাধারণ মানুষের একটাই চাওয়া, আল্লাহ বাঁচিয়ে রাখুক হাদিকে। রাকিব হাসান নামে এক ঢাবি শিক্ষার্থী বলেন, ‘হাদি ভাইয়ের ওপর হামলার মানে হচ্ছে জুলাই বিপ্লবীদের ভয় দেখানো। কিন্তু হাদি ভাই ইতোমধ্যে লাখো মানুষের মন জয় করে ফেলেছেন। সব স্তরের মানুষ তাকে মনে-প্রাণে ভালোবাসেন। এভাবে তাকে থামানো যাবে না।’

হাদিকে দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন হাসনাত : ওসমান হাদির গুলিবিদ্ধের খবর শুনে ঢামেক হাসপাতালে ছুঁটে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। হাদিকে দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন হাসনাত। গুলিবিদ্ধ হওয়ার পর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো’।

চাঁদাবাজ-গ্যাংস্টারদের কবল থেকে রক্ষা পেতে অভ্যুত্থান শুরু হবে- ডাকসু ভিপি : ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন। শুক্রবার জুমার নামাজের পর এ হামলার ঘটনা ঘটে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফেসবুক স্ট্যাটাসে দ্রুতই অভ্যুত্থান শুরুর ডাক দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সাদিক কায়েম তার স্ট্যাটাসে লিখেন, ওসমান হাদিকে গুলি করা হল। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহবান জানাচ্ছি।

ফিরে এসো প্রিয় ওসমান হাদি- আসিফ আকবর : শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংগীতশিল্পী আসিফ আকবর লিখেছেন, ‘ফিরে এসো প্রিয় ওসমান হাদি’। গতকাল বিকেলে নিজের ফেসবুক ওয়ালে এমন পোস্ট করেন আসিফ আকবর।

ওসমান হাদিকে আমাদের খুবই প্রয়োজন- এসএম ফরহাদ : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা শিবিরের সভাপতি ও ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ বলেছেন, ওসমান হাদি আমাদের ভাই, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সহযোদ্ধা। এই ময়দানে ওসমান হাদিকে আমাদের খুবই প্রয়োজন। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফরহাদ এসব কথা বলেন। ফেসবুক পোস্টে এসএম ফরহাদ বলেন, জুলাই বিপ্লব পরবর্তীতে ওসমান হাদি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অবিচলভাবে লড়ে যাচ্ছেন। ভারতীয় আধিপত্যবাদ আর শাহবাগের বিরুদ্ধে ওসমানী হাদি এক অবিচল কণ্ঠ। কিন্তু আমরা পূর্বেও দেখেছি, এই দুই শক্তির বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যার মাধ্যমে শহীদ করা হয়েছে। আজ সেই পুরনো নীলনকশাই আবারও সক্রিয় হওয়ার শঙ্কা দেখা যাচ্ছে।

ফরহাদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও কালচারাল এস্টাবলিশমেন্ট হাদির সংগ্রামকে ভি?লিফাই করে তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই শত্রুর সঙ্গেও ইনসাফ চাওয়া হাদিকেই সন্ত্রাসীরা ভয় পায়, হাদির ইনসাফের কণ্ঠকে স্তব্ধ করতে চায়। তিনি এ সময় ভারতীয় আধিপত্যবাদ ও শাহবাগের বিরুদ্ধে লড়াইরত জুলাইয়ের বিপ্লবী ওসমান হাদির সুস্থতা কামনা করেন।

ওসমান হাদি গুলিবিদ্ধ, ক্ষুব্ধ নেটিজেনরা : ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দাবি করেছেন। সাইদ মাহমুদ লিখেছেন, ‘এটা মানতে পারছি না, যদি ওসমান হাদির নিরাপত্তা না দিতে পারেন তাহলে রাষ্ট্র সামনে নির্বাচনের সকল প্রার্থীকে কিভাবে নিরাপত্তা দিবেন? এই ঘৃণ্য হামলার তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি।’ কদরুদ্দিন শিশির সবার প্রতি আহ্বান জানিয়ে লিখেছেন, ‘ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাস্থলের যে যে ভিডিও আপনার সামনে আসবে দয়াকরে তার লিংক এই কমেন্টে দিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত