ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

শরিফ ওসমান হাদি হত্যা

বিচারের দাবিতে অবরোধ অবস্থান

বিচারের দাবিতে অবরোধ অবস্থান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ কর্মসূচি করে ইনকিলাব মঞ্চের নেতা- কর্মীরা। গতকাল সোমবার থেকে টানা চার দিন ধরে শাহবাগে কর্মসূচি পালন করে আসছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, গতকাল বেলা ২টা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার পর থেকেই ছাত্র-জনতা শাহবাগ মোড়ে আসতে শুরু করেন। তারা মোড়ের পাশে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন। ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গত শুক্রবার দুপুর থেকে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও যোগ দেন। গতকাল সারা দেশের বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ের চারপাশের রাস্তা বন্ধ করে দিয়ে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতা- কর্মীরা। একটু পর পর তারা হাদি হত্যার বিচার চেয়ে স্লোগান দেন। কেউ মাথায়, কেউ হাতে জাতীয় পতাকা বেঁধে কবিতা আবৃত্তি ও হাদিকে নিয়ে তৈরি বিভিন্ন গান গেয়েছেন। এ সময় মঞ্চের নেতা- কর্মীরা ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব; আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব; শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ; জান দিয়েছে হাদি ভাই, জুলাই কিন্তু বেঁচে নাই; বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই; যেই হাদি জনতার, সেই হাদি মরে না; বাংলাদেশের আজাদি, ওসমান হাদি; সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’ প্রভৃতি স্লোগান দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

ইনকিলাব মঞ্চের চার দফা : ১) খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে। ২) বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। ৩) ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। ৪) সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের গুঞ্জন অস্বীকার করল পশ্চিমবঙ্গ পুলিশ : শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তা নাকচ করে দিয়েছে রাজ্য পুলিশ। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওই গুঞ্জন উড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। এর আগে, বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করেছে বলে অনেকে পোস্ট করেন। তবে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এক্সে দেওয়া পোস্টে হাদির ঘাতকদের গ্রেপ্তারের তথ্য অস্বীকার করেছে।

এর আগে, রোববার শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট দুই সন্দেহভাজন সীমান্ত পেরিয়ে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে প্রবেশ করেছে বলে বাংলাদেশ পুলিশ এক সংবাদ সম্মেলনে যে দাবি করে, তা নাকচ করে দেয় মেঘালয় পুলিশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মেঘালয় পুলিশ ও বিএসএফের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা বাংলাদেশ পুলিশের দাবিকে বিভ্রান্তিকর বলে দাবি করেন।

এক্সে দেওয়া পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশ বলেছে, ?‘আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট লক্ষ্য করেছি যেখানে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স) সাম্প্রতিক একটি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী দেশের কয়েকজন নাগরিককে আটক করেছে।’ পোস্টে বলা হয়, ‘এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। দয়া করে গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।’ ডিএমপির অতিরিক্ত কমিশনারের এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে মেঘালয় পুলিশ। রাজ্য পুলিশের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সীমান্ত পারাপার কিংবা পুর্তি ও সামীর ভূমিকার বিষয়ে কোনও গোয়েন্দা তথ্য, মাঠপর্যায়ের যাচাইবাছাই কিংবা কার্যকর প্রমাণ নেই। মেঘালয়ের ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘রাজ্যের কোথাও পুর্তি কিংবা সামীকে শনাক্ত, খুঁজে বের করা কিংবা গ্রেপ্তার করা হয়নি। ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনও ধরনের যাচাই বা সমন্বয় ছাড়াই এই আখ্যান তৈরি করা হয়েছে বলে মনে হয়।’

শহীদ ওসমান হাদিকে কোনো দলের করা যাবে না- ইনকিলাব মঞ্চ : সোমবার বিকেলে শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ আয়োজিত শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, শহীদ ওসমান হাদিকে কোনোভাবেই কোনো দলের করা যাবে না। তার আদর্শ কোনো দলের উপর চাপিয়ে দেওয়া যাবে না। শহীদ ওসমান হাদি বাংলাদেশের জনতার, তাকে বাংলাদেশের জনতার হয়েই বাংলাদেশে যারা রাজনীতি করবেন তাদের জনগণের সামনে উপস্থাপন করতে হবে।

আবদুল্লাহ আল জাবের বলেন, আমরা চাই বিএনপি, জামায়াত, এনসিপি প্রত্যেকের নিজ রাজনৈতিক এজেন্ডা থাকবে। আপনারা আপনাদের রাজনীতি করবেন, সব ঠিক আছে। কিন্তু এই জনগণ তো আপনাদেরকে হাদি হত্যার বিচারের জন্য পাশে চায়। যদি আপনারা কোনোভাবে এই হাদি হত্যার যেই বিচার, সেই বিচারের জন্য আপনারা যদি সোচ্চার না হন, এই নির্বাচনে জনগণ আপনাদেরকে সোচ্চার করে দেবে। কিন্তু সেই পর্যন্ত আমরা চাই না যে আপনারা অতদূর পর্যন্ত পৌঁছে যান। আমরা চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য ইনসাফের লড়াই করার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে সব রাজনৈতিক দল মতের কথা হওয়া প্রয়োজন। এখানে আমি চাই জামায়াত আসুক, বিএনপি আসুক, এনসিপিও আসুক একাত্মতা পোষণ করুক। কারণ, ওসমান হাদি যতদিন বেঁচে ছিলেন তিনি সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামায়াতসহ এনসিপি সব রাজনৈতিক দলগুলোর একটা ঐক্য চাইতেন। তিনি বলেন, গতকাল (রোববার) থেকে আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে ইনকিলাব মঞ্চ যাতে ঢাকা-৮ আসনে ইলেকশন করে, এজন্য আপনারা আমাদেরকে বলেছেন। আপনাদেরকে একটা কথা বলি। শহীদ ওসমান হাদির কথাগুলো আপনারা শুনেছেন। শহীদ ওসমান হাদি সবসময় একটা কথা বলতেন যে, আমার কাছে নির্বাচন করা হচ্ছে পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ কাজ। যদি আমার কাছে পাঁচটা কাজ থাকে তার মানে তার আগেও আমাদের চারটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এবং শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চ থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ইনকিলাব মঞ্চ হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন। তার সঙ্গে তিনি পলিটিক্যাল প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেছেন এবং আমরা যারা ইনকিলাব মঞ্চে আছি আমরা পলিটিক্যাল প্রেশার গ্রুপ হিসেবেই কাজ করেছি। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, ওসমান হাদির ইনকিলাব মঞ্চ কোনোদিন ক্ষমতার কাছে নিজেকে বর্গা দেবে না। কোনোদিন সে ক্ষমতার মুখাপেক্ষী হবে না। এখন আমরা যদি ঢাকা-৮ ইলেকশন করি আমরা জানি আপনারা আমাদেরকে ভোট দিয়ে জিতিয়ে আনার জন্য যা যা করা দরকার আপনারা করবেন। কিন্তু আমরা কোনোভাবেই চাই না এবং শহীদ ওসমান হাদিও কোনোভাবেই চাইতেন না যে, যোগ্যতা ছাড়া ঢাকা-৮ এ কোনো প্রার্থী দাঁড়াক। এটা হচ্ছে শহীদ ওসমানের ইনসাফের লড়াই। আমরা যতদিন পর্যন্ত শহীদ ওসমান হাদির মতো যোগ্যতা সম্পন্ন হয়ে না উঠবো, ততদিন পর্যন্ত আমরা ঢাকা-৮ এ দাঁড়াব না। কোন সিম্প্যাথি নিয়ে আমরা ঢাকা-৮ এ দাঁড়াতে চাই না। সিম্প্যাথির রাজনীতি যারা করে, তাদেরকে আপনারা চেনেন। ইনকিলাব কোনোদিন সিম্প্যাথির রাজনীতি করবে না, এটা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি।

হাদি হত্যার বিচারের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ, যানচলাচল বন্ধ : শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার বিচারের দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে ইনকিলাব মঞ্চের কর্মীরা। এতে বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুরগামী সড়কে যান চলাচল বন্ধ যায়। সোমবার দুপুর ১২টা ১০ মিনিট থেকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করে ইনকিলাব মঞ্চ।

বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। তিনি বলেন, আজ (সোমবার) দুপুর ১২টা ১০ মিনিট থেকে শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে রাখে ইনকিলাব মঞ্চের কর্মীরা। এতে করে বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুরগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে, সড়কের অন্য পাশে বিমানবন্দরগামী লেন চালু ছিল। গতকালও (রোববার) হাদি হত্যার বিচারের দাবিতে সাড়ে পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ ছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত