ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

শেষ দিনে মনোনয়নপত্র জমার হিড়িক

ভোটের সুষ্ঠু পরিবেশ প্রত্যাশা

ভোটের সুষ্ঠু পরিবেশ প্রত্যাশা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। নির্বাচনি তফসিল অনুযায়ী গতকাল সোমবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন থাকায় প্রার্থীদের হিড়িক পড়েন। মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থী ও তাদের এজেন্টরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ প্রত্যাশা করেন।

সোমবার ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কাছে ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তরফে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। পরে বিএনপি নেতার নির্বাচনি এজেন্ট আব্দুস সালাম বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা জনগণের কাছে দোয়া চাই। এ নির্বাচনি এলাকা থেকে বিপুল ভোটে দলমত নির্বিশেষে সবার ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে দেশের সংকট উত্তরণে সচেষ্ট হবেন।’

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ঠাকুরগাঁও-১ আসনের মনোনয়নপত্র জমা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দীর্ঘদিন পরে দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে।’ ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়ে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘আমি আশা করছি, এই আসনের বাসিন্দারা নিরাপদে থাকবে। নারীরা নিরাপদে থাকবে।

আমরা আশা করি, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।’ একই আসনে জামায়াতের আমির শফিকুর রহমানও প্রার্থী। আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শফিকুর রহমানের তরফে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ ৫ সদস্যের একটি প্রতিনিধি দল এই মনোনয়নপত্র জমা দেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আমরা আমিরের পক্ষ থেকে উনার মনোনয়নপত্র জমা দিতে এসেছি। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন যেন উপহার পারি, সেই প্রত্যাশা করছি। আমরা সবাই মিলে যেন একটি লেভেল প্লেয়িং ফিল্ড করতে পারি তার প্রত্যাশা করছি। এটা নিয়ে আরও কাজ করার আছে। আমরা আশা করছি, নির্বাচন কমিশন এটা নিয়ে কাজ করবে।’

জামায়াতের আমিরের বিপক্ষে লড়ে চাপ অনুভব করছেন কি না, এমন প্রশ্নের উত্তরে বিএনপির মিল্টন বলেন, ‘আমি বিএনপির পক্ষ থেকে লড়ছি। জামায়াতের আমিরের বিপক্ষে লড়ে আমি কোনো চাপ বোধ করছি না। আমি মিরপুরের সন্তান। আমি আশা করছি, এলাকাবাসী তাদের এলাকার সন্তানকে ভোট দেবেন।’

ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ, যিনি এনডিএম চেয়ারম্যান ছিলেন। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নিয়ে তিনি বলেন, ‘জোটে ছিলাম, আছি। কৌশলগত কারণে আমরা এক মার্কায় নির্বাচন করব। আশা করি, নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যবস্থা করবেন।’

ঢাকা-১৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঢাকা মহানগর উত্তরের জয়েন্ট সেক্রেটারি মুরাদ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করছি, যথাসময় নির্বাচন হবে। কিন্তু সারা বাংলাদেশের জনগণই নিরাপত্তার হুমকিতে রয়েছে। আমরা যারা প্রার্থী রয়েছি, তারাও এটা নিয়ে উদ্বিগ্ন। আশা করব, সরকার লেভেল প্লেয়িং ফিল্ড অতি দ্রুত আমাদের সামনে দৃশ্যমান করবেন এবং মানুষের নিরাপত্তাও তারা নিশ্চিত করবেন।’

খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল, স্বাক্ষরের জায়গায় আঙুলের ছাপ : বগুড়ার গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সোমবার বেলা তিনটার দিকে দলীয় প্রধানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদারের (লালু) নেতৃত্বে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করা হয়। তবে খালেদা জিয়ার অসুস্থতার কারণে মনোনয়নপত্রে তার স্বাক্ষরের বদলে আঙুলের ছাপ নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র দাখিলের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ও গাবতলী পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

মনোনয়নপত্র দাখিলের পর উপস্থিত সাংবাদিকদের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জানান তালুকদার বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ। তিনি ইশারা-ইঙ্গিতে যোগাযোগ করছেন। মনোনয়নপত্রে খালেদা জিয়া স্বাক্ষরের বদলে তার আঙুলের ছাপ দিয়েছেন।

বগুড়া-ফেনীতে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা, ‘বিকল্পও’ আছে : বগুড়া-৭ (শাহজাহানপুর-গাবতলী) এবং ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। দুটি আসনেই ‘বিকল্প প্রার্থী’ রেখেছে বিএনপি। বগুড়া-৭ আসনে ‘বিকল্প প্রার্থী’ হিসেবে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা বিএনপির নেতারা বলেন, বাদ জোহর বগুড়ার সেন্ট্রাল মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার। এ ব্যাপারে জানতে চাইলে বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর হেনা বলেন, ‘ওই তিনটি আসনের নিরাপত্তার স্বার্থেই আরও তিনজনকে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে। কারণ, খালেদা জিয়া অসুস্থ। যদি কিছু হয়ে যায় তাহলে আসন হাতছাড়া হয়ে যাবে।’

খালেদা জিয়া মোট তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অপর দুটি আসন হচ্ছে- ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া) এবং দিনাজপুর-৩ (সদর)। এ দুটি আসনেও ‘বিকল্প প্রার্থী’ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ফেনীতে ‘বিকল্প’ রফিকুল আলম মজনু। ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে সোমবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এই আসনে ‘বিকল্প প্রার্থী’ হিসেবে ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক মুন্সী রফিকুল আলম মজনুও মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি খালেদা জিয়ার নির্বাচনের সমন্বয়ক হিসেবেও কাজ করছেন। এ সময় রফিকুল আলম মজনু, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রেহানা আক্তার রানু উপস্থিত ছিলেন। অপরদিকে রফিকুল আলম মজনুর মনোনয়নপত্র দাখিলের সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, শাহানা আক্তার শানু, জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী। রফিকুল আলম মজনু বলেন, ‘ফেনী-১ আসনে এখন পর্যন্ত খালেদা জিয়াই আমাদের প্রার্থী। তবে দলের নির্দেশে আমিও মনোনয়নপত্র জমা দিয়েছি।’ জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলেন, ফেনী-১ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়াও বিএনপি থেকে আরও একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র জমা : ঢাকা-১৫ আসন থেকে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন দলটির একটি প্রতিনিধি দল। জামায়াত আমিরের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, কাযনির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ পাঁচজনের একটি প্রতিনিধি দল। মনোনয়নপত্র জমা দেওয়া শেষে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আজকে (সোমবার) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আমরা আমিরের পক্ষ থেকে উনার মনোনয়নপত্র জমা দিতে এসেছি। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন যাতে উপহার পারি সেই প্রত্যাশা করছি। ভোটের মাঠ সব প্রার্থীর জন্য সমান হবে বলে আশা করেন তিনি। জুবায়ের বলেন, ‘১০ দলের মধ্যে আসন সমঝোতার মাধ্যমে এবার নির্বাচন করছি আমরা। আশা করবো, সরকার ও ইসি, সবাই মিলে যাতে আমরা লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারি। এটা নিয়ে আরও কাজ করার আছে। আমরা আশা করছি, নির্বাচন কমিশন এটা নিয়ে কাজ করবে।’ জোট করলেও প্রত্যেকে এখানে নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করবেন বলে জানান তিনি। সহকারী সেক্রেটারি জেনারেল বলেছেন, জোটে আরেকটা রাজনৈতিক দল তাদের সঙ্গে যোগ দিচ্ছে। তবে সেই দলের নাম পরে জানানো হবে বলে মন্তব্য করেছেন তিনি। নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বেশিরভাগ প্রার্থী।

শেষ দিনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সোমবার এ দুই আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ঢাকা-১৭ সংসদীয় আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম। গুলশান, বনানী, বারিধারাসহ অভিজাত এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। তারেক রহমান ঢাকা-১৭ আসনের পাশাপাশি তার পৈতৃক এলাকা বগুড়ার সদর (বগুড়া-৬) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে তার পক্ষে মনোনয়নপত্র গতকাল দাখিল করা হয়। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে তারেক রহমানের পক্ষে এই মনোনয়নপত্র দাখিল করা হয়।

রিকশায় চড়ে এসে ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি মহাসচিব : ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল জেলার দলীয় কার্যালয় থেকে রিকশায় চড়ে ডিসি অফিসে এসে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। মনোনয়নপত্র দাখিলের পূর্বে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সকল ধর্মের মানুষদের নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। তিনি বলেন, অনেকেই বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমরা অতীতেও কোনো বিভেদ করিনি, সামনেও করব না।

তিনি বলেন, দুর্ভাগ্যবশত গত ১৫ বছরে বিভাজনের রাজনীতি করা হয়েছে। বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। আমরা সেই জায়গা থেকে উঠে আসতে চাই। ন্যায়ের সঙ্গে সামনে আমাদের কাজ করতে হবে। মহাসচিব বলেন, আমরা ২৪ এর আন্দোলনে অনেক তাজা প্রাণ হারিয়েছি। এই যে এতো যুদ্ধ শুধুমাত্র একটি সুন্দর সমাজের জন্য। দুর্নীতিকে বাদ দিয়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাই। তিনি আরও বলেন, নিজের ধর্মের প্রতি যেমন আমরা আনুগত্য প্রকাশ করি। ঠিক একইভাবে অন্যের ধর্মের প্রতিও সম্মান প্রদর্শন করতে হবে।

মির্জা ফখরুল বলেন, এবারের নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। আমাদের সিদ্ধান্ত নিতে হবে সত্যিকার অর্থে উদারপন্থি একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করার। যেখানে নারী-পুরুষ সকলের সমমর্যাদা থাকবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে যেন আমরা সুন্দর একটি পরিবেশ তৈরি করতে পারি।

এই নির্বাচনে ‘রাইটিস্টরা’ ঐক্যবদ্ধ - জামায়াত নেতা তাহের : জামায়াতে ইসলামীর নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের কুমিল্লা-১১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরপর তিনি সাংবাদিকদের বলেন, ‘এই নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য। এক নম্বর- এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত আছে, আওয়ামী লীগ নেই। দুই- এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। তিন- ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করে, জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী দল এবং যারা জাতীয়তাবাদী দলের একটি অংশ, রাইটিস্ট বলতে যা বোঝায় সেই দলগুলো এবং ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের চেতনাধারী, পরিবর্তনকারী সেই ভূমিকার সঙ্গে যারা ছিল তারা সবাই এবার ঐক্যবদ্ধ। এটা অতীতে আর কখনও ঘটেনি। সুতরাং আমরা বলতে পারি একদিকে কতিপয় মানুষ, দু-একটি দল, অপরদিকে সারা বাংলাদেশ। একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে।’

সৈয়দ আবদুল্লাহ মো. তাহের চৌদ্দগ্রাম উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। তিনি বলেন, ‘যারা বলেছিল নির্বাচন হবে না, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে বানচাল হয়ে গেছে। আমরা আশা করি, এই নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং জনগণ সুশৃঙ্খলভাবে তাদের কাঙ্ক্ষিত ভোট দিতে পারবে।’

এদিকে ইসি কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল গতকাল সোমবার। মনোনয়নপত্র বাছাই আজ মঙ্গলবার থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ: ৫-৯ জানুয়ারি ২০২৬ (১৮ ডিসেম্বর সংশোধিত)। কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তি: ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬ (১৮ ডিসেম্বর সংশোধিত)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ ২০২৬ সালের ২০ জানুয়ারি। ভোটগ্রহণ ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত