ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

প্রতিষ্ঠার পর প্রথম জকসু নির্বাচন আজ

প্রতিষ্ঠার পর প্রথম জকসু নির্বাচন আজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে উচ্ছ্বাস-উদ্দীপনা দেখা গেছে। আজ মঙ্গলবার সকালে ভোট শুরুর আগে নির্বাচনী কেন্দ্রগুলোতে ব্যালট পেপার প্রেরণ করা হবে। ভোটগ্রহণ সকাল ৯টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৩টায়। ডিজিটাল ওএমআর মেশিনে ভোট গণনা করা হবে।

সরেজমিনে দেখা যায়, ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া, ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

নির্বাচনে একদিকে প্রার্থীরা তাদের ইশতেহারে শিক্ষার্থীদের নানা সংকটের কথা উল্লেখ করে সেগুলো বাস্তবায়নের যেমন প্রতিশ্রুত দিচ্ছেন, তেমনি শিক্ষার্থীরাও যোগ্য প্রার্থী খুঁজতে নানা পন্থা অবলম্বন করছেন। এর মধ্যে বিগত সময়ে যারা শিক্ষার্থীদের পাশে ছিলেন এবং ভবিষ্যতে সংকট সমাধানে সক্ষম, তাদেরকে নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রজব আল ফাহিম বলেন, জকসু নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, এটি আমাদের ক্যাম্পাস থেকে জাতীয় নেতৃত্ব তৈরি করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আমরা এমন নেতৃত্ব চাই যারা শিক্ষার্থীদের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং ক্যাম্পাসে সহনশীল পরিবেশ নিশ্চিত করবেন।

ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এ কে এম রাকিব বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) আমাদের কাঙ্খিত নির্বাচন, যার জন্য অনেক আগে থেকেই আমরা আন্দোলন-সংগ্রাম করে আসছি। শিক্ষার্থীদের সঙ্গে বিগত দিনে ছিলাম, আগামীতেও থাকব। আশা করছি উৎসবমুখর পরিবেশে একটি ভালো নির্বাচন হবে।’

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রচারণায় অংশগ্রহণ করছে। বাংলাদেশের অন্যান্য ক্যাম্পাসগুলোতে মেধাবী শিক্ষার্থীরা যেভাবে শিবিরের ওপর আস্থা রেখেছে, জকসুতেও একইভাবে আস্থা রাখবে বলে আমরা আশাবাদী।

ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী কিশোয়ার সাম্য বলেন, নির্বাচন কমিশন স্রেফ নামমাত্র কমিশন। এই কমিশন একটি আচরণবিধি লঙ্ঘনের ঘটনার সুরাহা করতে পারেনি। শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে- আপনারা জুলুমের বিরুদ্ধে ভোট দিন।

এদিকে ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র পদে ৪ জন, শিক্ষা ও গবেষণা পদে ৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৫ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৫ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৪ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ৮ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৭ জন, ক্রীড়া সম্পাদক পদে ৭ জন, পরিবহন সম্পাদক পদে ৪ জন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ১০ জন, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ৭ জন এবং সদস্য পদে ৭ জনের বিপরীতে ৫৭ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। ছাত্রী হলে ১৩ পদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৩ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন, সংস্কৃতি সম্পাদক পদে ৪ জন, পাঠাগার সম্পাদক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন, সমাজ সেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে ৩ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৪ জন এবং ৪টি সদস্য পদের বিপরীতে ৮ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। অপরদিকে নিরাপত্তার বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ বলেন, নিরাপত্তা নিয়ে আমরা কোনো আশঙ্কা দেখছি না। সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত