ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

পায়ের নখে ফাঙ্গাস?

পায়ের নখে ফাঙ্গাস?

পায়ের নখের ফাঙ্গাস, যা ডাক্তারি ভাষায় অনাইকোমাইকোসিস নামে পরিচিত। এতে আক্রান্ত হয়ে থাকেন অনেকেই। এর ফলে নখ বিবর্ণ এবং ভঙ্গুর হতে পারে, যার ফলে অস্বস্তি এবং ব্যথা দেখা দেয়। যদিও গুরুতর ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়াই সবচেয়ে ভালো, তবে বেশ কয়েকটি ঘরোয়া প্রতিকার রয়েছে যা কার্যকরভাবে পায়ের নখের ফাঙ্গাসের চিকিৎসা করতে পারে। চলুন জেনে নেয়া যাক, পায়ের নখে ফাঙ্গাস হলে কী করবেন-

১) টি ট্রি অয়েল : টি ট্রি অয়েল একটি জনপ্রিয় প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল এজেন্ট যা বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে। এর শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য পায়ের নখের ফাঙ্গাসের চিকিৎসার জন্য বেশ কার্যকরী।

কীভাবে ব্যবহার করবেন : সাবান এবং পানি দিয়ে আক্রান্ত স্থানটি পরিষ্কার করুন, তারপরে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল সরাসরি পায়ের নখের উপর লাগান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত