ঢাকা বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

পরমাণু কর্মসূচি বন্ধ করে দেয়ার আলোচনায় বসবে না ইরান

বলল স্থায়ী মিশন
পরমাণু কর্মসূচি বন্ধ করে দেয়ার আলোচনায় বসবে না ইরান

ইরানের সঙ্গে আলোচনায় বসার অর্থ যদি এদেশের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধ করে দেয়া হয় তাহলে সেরকম আলোচনায় শুরু থেকেই বসবে না তেহরান। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন রোববার এক এক্স বার্তায় এভাবে সুস্পষ্ট করে তেহরানের অবস্থান জানিয়ে দিয়েছে।

ওই বার্তায় বলা হয়েছে, যদি আলোচনার উদ্দেশ্য ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধ করে দেয়া হয়... তাহলে সেরকম কোনো আলোচনা অনুষ্ঠিতই হবে না। ইরানের স্থায়ী মিশনের এক্স বার্তায় আরো বলা হয়েছে, ইরান এমন কোনো আলোচনা মেনে নেবে না যেখানে হোয়াইট হাউজ এ দাবি করতে পারে যে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যা অর্জন করতে ব্যর্থ হয়েছেন তা এখন অর্জিত হয়েছে। ওই বার্তায় বলা হয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি যাতে সামরিক খাতে প্রবাহিত হতে না পারে সে জন্য সম্ভাব্য উদ্বেগ প্রশমন করার লক্ষ্যে তেহরান আলোচনায় বসার বিষয়টি বিবেচনা করতে রাজি আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে একটি চুক্তি করার লক্ষ্যে তেহরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন।

তিনি দাবি করেন, ওই আগ্রহের বিষয়টি জানিয়ে তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে একটি চিঠি দিয়েছেন, যদিও ইরান কোনো চিঠি পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে। ট্রাম্পের আগ্রহের প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, কোনো দাম্ভিক শক্তিকে তার আকাঙ্ক্ষা পূরণ করতে দেয়ার লক্ষ্যে তার সঙ্গে ইরান আলোচনায় বসবে না। তিনি বলেন, আলোচনায় বসলে এর বিষয়বস্তু পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না বরং আরো নানা অন্যায় আবদার তুলে ধরা হবে। তা মেনে না নিলে ইরানকে আলোচনার টেবিল ত্যাগ করার দায়ে অভিযুক্ত করা হবে। তিনি বলেন, কাজেই এ ধরনের আলোচনায় বসবেই না তেহরান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত