ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

শত্রুদের ফেরাউনের বাহিনীর মতো সাগরে ডুবিয়ে দেব

বললেন ইরানি কমান্ডার
শত্রুদের ফেরাউনের বাহিনীর মতো সাগরে ডুবিয়ে দেব

যে কোনো আক্রমণকারী ফেরাউনের সেনাবাহিনীর মতো সমুদ্রে পরাজিত হবে এবং ডুবে যাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি।

তিনি বলেন, দেশের নৌ ও প্রতিরক্ষা শক্তি আগের চেয়েও শক্তিশালী। গত বৃহস্পতিবার বন্দর আব্বাসে ৮৬তম নৌবহরের পরিবারের সঙ্গে এক বৈঠকে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শাহরাম ইরানি বলেন, ‘আজ শত্রুরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনীর কৌশলগত নৌবাহিনীকে একটি পরাশক্তি হিসেবে দেখে।’

তিনি বলেন, শয়তান সমুদ্রে সরাসরি সংঘর্ষ চায়, কিন্তু সৃষ্টিকর্তার সাহায্যে, আমরা ফেরাউনের লোকদের মতো এটিকে পরাজিত এবং ডুবিয়ে দেব।’ ইরানি ৮৬তম নৌ গোষ্ঠীর মিশনের সাফল্যের জন্য পেশাদার দক্ষতা এবং সার্ভিসম্যানদের পরিবারের ধৈর্যের সংমিশ্রণকে দায়ী করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ‘দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক মিশনে তাদের অনুপস্থিতি সহ্য করে আমার কমরেডদের মনোবল বৃদ্ধিতে পরিবারগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ নৌবাহিনী প্রধান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এখন সেনাবাহিনীর কৌশলগত নৌবাহিনীকে একটি পরাশক্তির সমকক্ষ হিসেবে দেখে। ‘আমার কমরেডদের প্রচেষ্টা দেশ, অঞ্চল এবং বিশ্বের সবার কাছে দৃশ্যমান হয়ে উঠেছে,’ ইরানি বলেন। এটি আমাদের প্রিয় ইরানের জন্য মর্যাদা এবং গর্ব বয়ে এনেছে’ যোগ করেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত