ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদাহ শহিদ কমান্ডার মোহাম্মদ দেইফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বীরত্বগাথা স্মরণ করেছেন। বলেছেন, ‘তার ভাইয়েরা, সন্তানরা ও বিশ্বজুড়ে অনুসারীরা তার পথেই এগোচ্ছে এবং দখলদার শক্তির ওপর কৌশলগত আঘাত হানছে।’ গত রোববার নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে আবু উবাইদাহ ঘোষণা করেন, ‘মোহাম্মদ দেইফের রেখে যাওয়া উত্তরাধিকার যুদ্ধাপরাধী ও লুটেরাদের জন্য এক দুঃস্বপ্ন হয়ে থাকবে’। দখলদাররা কখনও শান্তিতে থাকতে পারবে না- এমন হুঁশিয়ারি উচ্চারণ করে কাসসাম ব্রিগেডের মুখপাত্র বলেন, ‘যখন দেইফ ও তার সহযোদ্ধারা তাদের রক্ত দিয়ে ফিলিস্তিন মুক্তির শেষ অধ্যায় লিখে গেছেন, তখন দখলদাররা এই ভূমিতে আর কখনও শান্তিতে বাস করতে পারবে না’।