ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা স্থগিত

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা স্থগিত

ইউক্রেনে সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের চালান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাদপ্তর। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কিয়েভ। সেখানকার কর্মকর্তারা বলছেন, এতে রুশ হামলা প্রতিরোধ করা কঠিন হয়ে পড়বে এবং রাশিয়া আরও উৎসাহিত হবে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে জরুরি সামরিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের সহায়তায় বিলম্ব বা অনিশ্চয়তা আগ্রাসী রাশিয়াকে যুদ্ধ ও সন্ত্রাস চালিয়ে যেতে আরও উৎসাহিত করবে। কোন অস্ত্রের চালান স্থগিত? পেন্টাগনের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব অস্ত্রের চালান আপাতত স্থগিত করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে : ৩০টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, ৮ হাজার ৫০০টি ১৫৫ মিলিমিটার গোলা, ২৫০টির বেশি জিএমএলআরএস রকেট, ১৪২টি হেলফায়ার এয়ার-টু-সারফেস ক্ষেপণাস্ত্র। ‘যুক্তরাষ্ট্রের স্বার্থ আগে’ : হোয়াইট হাউজের উপপ্রেস সচিব আনা কেলি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের স্বার্থ সবার আগে।’ তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির গুরুত্ব তুলে ধরতে বলেন, ‘এই শক্তির প্রশ্নে কোনো সন্দেহ নেই ইরানকে জিজ্ঞাসা করলেই উত্তর মিলবে ‘ইঙ্গিত ছিল ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক মার্কিন বোমা হামলার দিকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত