ঢাকা ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

দাফন ও দাহের নামে সব ফি বাতিলের দাবি

দাফন ও দাহের নামে সব ফি বাতিলের দাবি

দাফন ও শবদাহের নামে সব ধরনের ফি বাতিলের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটি চায়, বিনামূল্যে শেষকৃত্যের ব্যবস্থা করে সিটি কর্পোরেশনকে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা হোক। গতকাল শুক্রবার ঢাকার আজিমপুর গোরস্থানের সামনের সড়কে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখা কমিটির উদ্যোগে ‘নগরবাসীদের মৃত্যুর পর শেষকৃত্য সম্পাদনে সব ধরনের চার্জ-ফি বাতিলের’ দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের লালবাগ থানার আহ্বায়ক ইসমাইল হোসেন টিটো, সঞ্চালনা করেন সংগঠক সাইফুদ্দিন আহমেদ ফায়সাল। প্রধান অতিথির বক্তব্য দেন, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু। আরো বক্তব্য দেন, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মো. সেলিমুজ্জামান, লালবাগ থানার সদস্য সচিব বাহাউদ্দীন, চকবাজার থানার আহ্বায়ক মো. আলী, বংশাল থানার আহ্বায়ক জয় ভৌমিক, কোতয়ালি থানার আহ্বায়ক মো. হাসান, বংশাল থানার সদস্য সচিব আহম্মদ উল্লাহ সুমিত, চকবাজার থানার সদস্য সচিব হাসান, কোতয়ালি থানার সদস্য সচিব ফারুক হাওলাদারসহ অন্যান্য নেতারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত