অস্ত্র মামলায় বিচার শুরুর আদেশের দুই দিন পর এবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো। রাজধানীর রমনা থানায় করা মাদক মামলাটিতে গত বৃহস্পতিবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার আসামির অব্যাহতির আবেদন নাকচ করে বিচার শুরুর আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, এদিন সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। পাশাপাশি তার জামিন বাতিন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালীন ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাটকে আটক করা হয়। পরে ঢাকায় এনে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।