বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা, হত্যাচেষ্টা ও নাশকতা এবং পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতাদের বিরুদ্ধে করা মামলায় রংপুর বিভাগের আট জেলা থেকে পাঁচ মাসে ১ হাজার ৪২৩ জনকে গ্রেপ্তার করা হলো। রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ক্রাইম এবং অপারেশন বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তথ্যমতে, গত শনিবার সকাল ৬টা থেকে গত রোববার সকাল ৬টা পর্যন্ত রংপুর বিভাগের বিভিন্ন উপজেলা ও জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৫ জনসহ পাঁচ মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, হত্যা, ভীতিসৃষ্টি, হত্যাচেষ্টার মামলায় এখন পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের ১ হাজার ৪২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছি। অভিযুক্ত আসামিদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স।