ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

‘শাপলা’ পেতে ফের সিইসির সঙ্গে বৈঠকে বসবে এনসিপি

‘শাপলা’ পেতে ফের সিইসির সঙ্গে বৈঠকে বসবে এনসিপি

প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ রোববার বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল শনিবার সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার সকাল সাড়ে ১০টায় সময় দেওয়া হয়েছে। দলীয় প্রতীক নিয়ে আলোচনার জন্য সময় চাওয়া হয়েছে। গত বুধবার জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি; যা ওইদিনই আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়। তবে শাপলা প্রতীক তালিকায় রাখা হয়নি। এর আগে গত ২২ জুন এনসিপি গত দলীয় নিবন্ধনের আবেদনে নিজেদের প্রতীক হিসেবে পছন্দের তালিকায় শীর্ষে রাখে শাপলাকে। এই প্রতীক তারা পাবেন এমন আশাবাদের কথাও জানান এনসিপি নেতারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত