
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) এর বিজনেস রিভিউ মিটিং-২০২৫ গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া এবং পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান শেখ আশ্বাফুজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল করিম এবং মো. জহিরুল আলম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোশারফ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সব শাখার শাখা ব্যবস্থাপক, উপশাখার ইনর্চাজ, জোনাল প্রধানরা অনলাইনে, এবং প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধানরা সরাসরি অংশগ্রহণ করেন। প্রধান অতিথি মো. আতাউর রহমান তার বক্তব্যে উপস্থিত সবাইকে মন্দ ও খেলাপি বিনিয়োগ আদায়ে জোরালো পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি