ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালন করল গণতান্ত্রিক ছাত্রসংসদ

জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালন করল গণতান্ত্রিক ছাত্রসংসদ

২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। গতকাল রোববার বেলা তিনটায় ঐতিহাসিক বটতলায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ে এ কর্মসূচি পালন করা হয়। গত ২৬ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ নামের এই সংগঠন আত্মপ্রকাশের ঘোষণা দেয়। সেদিন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ছয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন নেতার নাম প্রকাশ করা হয়। পরদিন ২২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

গতকাল জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আহ্বায়ক আবদুল কাদের। এ সময় অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলনের পর আজকের কর্মসূচি সম্পর্কে গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম সাংবাদিকের বলেন, ‘বাঙালি জাতির যত লড়াই-সংগ্রাম আছে, সেই লড়াই–সংগ্রামের প্রতি গণতান্ত্রিক ছাত্রসংসদ শ্রদ্ধাশীল। সেই পরিপ্রেক্ষিতেই আজকের পতাকা দিবস উপলক্ষে আমাদের এই কর্মসূচি।’ তিনি আরও বলেন, ’২৪-এর যে চেতনা ও ’৭১-এর যে চেতনা, সেই চেতনা সামনে রেখে গণতান্ত্রিক ছাত্রসংসদ এগিয়ে যাবে এবং ছাত্ররাজনীতির ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাবে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২ মার্চ ডাকসুর তৎকালীন ভিপি আ স ম আবদুর রবের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে ছাত্রনেতারা বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত