ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

কারখানার ছাদ থেকে লাফ দিয়ে শ্রমিকের মৃত্যু, মহাসড়ক অবরোধ

কারখানার ছাদ থেকে লাফ দিয়ে শ্রমিকের মৃত্যু, মহাসড়ক অবরোধ

গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস মোড় এলাকায় একটি পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে এক নারী শ্রমিক। এ ঘটনার জের ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাক কারখানার শ্রমিকরা।

নিহত আফসানা আক্তার (২৩) টাঙ্গাইলের হৃদয় হোসেনের স্ত্রী। পুলিশ ও শ্রমিকরা জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস মোড় এলাকায় প্যানারোমা গার্মেন্টসে জুনিয়র অপারেটর পদে চাকরি করত আফসানা আক্তার। রোববার তিনি কারখানার ৬ তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। শ্রমিকরা জানতে পারে কারখানার ভেতর অসুস্থ হয়ে তিনি ছুটির জন্য আবেদন করে।

কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাকে ছুটি দেয়নি। এই ক্ষোভে তিনি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এর জের ধরে শ্রমিকরা গতকাল সোমবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুপুর ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি (ট্রাফিক) অশোক কুমার পাল জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে দুপুর ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ জানান, আফসানা আক্তার গার্মেন্টসে চাকরি করতে চাইনি। তার স্বামী হৃদয় তাকে চাকরি করতে বাধ্য করে। এর জের ধরে আফসানা আক্তার কারখানার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় তার স্বামী হৃদয়কে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত