প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীদের নবম দিনের মতো অবস্থান কর্মসূচি। সারাদেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তিসহ পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। গতকাল সোমবার সকাল ৯টা থেকে প্রেসক্লাবের সামনে ৯ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সদস্যরা। এমপিওভুক্তির ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ‘আর নয় অঙ্গীকার, এবার চাই অধিকার’, ‘এমপিও ছাড়া বাড়ি ফিরবো না’, ‘গত ১৫ বছর ধরে বঞ্চিত আমরা’, ‘প্রতিবন্ধী বিদ্যালয় কেন বৈষম্যের শিকার হবে’ এসব লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায় শিক্ষকদের হাতে।