ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ছাঁটাইয়ের প্রতিবাদে কেয়া গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

ছাঁটাইয়ের প্রতিবাদে কেয়া গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ করেছেন কেয়া গ্রুপের শ্রমিকরা। গতকাল সোমবার সকালে কারখানার সামনে তারা বিক্ষোভ করেন। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানান, গত ২ জানুয়ারি মহানগরীর জরুন এলাকার কেয়া গ্রুপের চারটি কারখানা আগামী ১ মে থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সেসময়ে বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল, কাঁচামাল অপর্যাপ্ততা ও কারখানার উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতার কারণ দেখিয়ে কারখানা কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। কারখানাটিতে ৫-৬ হাজার শ্রমিক রয়েছেন। তাদের বেতনসহ শ্রম আইন অনুযায়ী সব পাওনা আগামী মে মাসে পরিশোধ করার কথা ছিল। তবে হঠাৎ করেই গতকাল সোমবার সকালে কারখানার চেয়ারম্যান সই করা একটি নোটিশে ২ হাজার ২০৩ শ্রমিককে ছাঁটাই করা হয়। নোটিশে বলা হয়, এতদ্বারা কেয়া কসমেটিকস লিমিটেড (নিট কম্পোজিট ডিভিশন), এমপি সোয়েটারস লিমিটেড গাজীপুরের শ্রমিক ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৩১/১২/২০২৪ তারিখে ১২০ দিনের নোটিশ প্রদান করে আগামী ০১/০৫/২০২৫ তারিখ থেকে কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত ব্যাংকিং জটিলতা নিরসন না হওয়ায় নিম্নে উল্লেখিত শ্রমিক ও কর্মচারীরা পূর্ব ঘোষিত (৩১ ডিসেম্বর ২০২৪) নোটিশের পরিপ্রেক্ষিতে দুই মাস আগেই ১ মার্চ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হলো। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের আগে ছাঁটাই করার কারণে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকরা কেয়া কসমেটিকস কারখানার প্রাধান ফটকে গিয়েও বিক্ষোভ কারতে থাকেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তবে শ্রমিকরা তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ চালিয়ে যান। কারখানার কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ঈদের আগে এতগুলো শ্রমিক ছাঁটাই মানবিক কারণে হলেও সঠিক হয়নি। অন্যদিকে শ্রমিক ছাঁটাই করা হয়েছে কিন্তু পাওনাদি পরিশোধ করছে না। পাওনাদি ছাড়া শ্রমিকরা কারখানা এলাকা ত্যাগ করবেন না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত