ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের রেকর্ড

ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের রেকর্ড

‘ইইউ প্লাস’ হিসেবে পরিচিত দেশগুলোতে ২০২৪ সালে আশ্রয় আবেদনে বাংলাদেশ রেকর্ড গড়েছে। গতকাল সোমবার ইউরোপের আশ্রয় সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) প্রকাশিত এক পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। ইইউএএ জানায়, ২০২৪ সালে প্রাপ্ত মোট আবেদনগুলোর প্রায় অর্ধেক (৪৮ শতাংশ) আসে এমন নাগরিকদের কাছ থেকে, যাদের স্বীকৃতির হার কম (২০ শতাংশ বা তারও কম)। এই গোষ্ঠীর মধ্যে বাংলাদেশের, মরক্কোর ও তিউনিসিয়ার নাগরিকরা অন্তর্ভুক্ত। পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ইইউ প্লাস দেশগুলোতে আশ্রয় চেয়ে আবেদন করেন ৪৩ হাজার ২৩৬ বাংলাদেশি। এর মধ্যে জানুয়ারি থেকে জুনের মধ্যে আবেদন করেন ২৩ হাজার ৩ জন। জুলাই থেকে ডিসেম্বর সময়ের মধ্যে আবেদন করেন ২০ হাজার ২৩৩ জন। ইইউ প্লাসে মোট আবেদনের ৪ শতাংশ ছিল বাংলাদেশি আবেদনকারীদের। একক দেশ হিসেবে সবচেয়ে বেশি আবেদন পড়ে সিরিয়া থেকে। মোট আবেদনের ১৫ শতাংশই করেন সিরীয় নাগরিকেরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত