গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে গত ২৬ দিনে ৬১১ জ্বনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গাজীপুর মহানগর পুলিশ ৪৭৪ জ্বন ও জেলা পুলিশ ১৬৭ জ্বনকে গ্রেপ্তার করেছে। ৮ ফেব্রুয়ারি অভিযান শুরুর পর গত মঙ্গলবার রাত পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখা) আলমগীর হোসেন বলেন, নতুন করে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ২২ জ্বনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত ২৬ দিনে গ্রেপ্তার হয়েছেন ৪৭৪ জ্বন। অন্যদিকে জেলার পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক জানান, গত মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজ্বনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে জেলা পুলিশ এখন পর্যন্ত ১৬৭ জ্বনকে গ্রেপ্তার করেছে। তারা সবাই আওয়ামী লীগের রাজ্বনীতির সঙ্গে জ্বড়িত। গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুর নগরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। এতে ২০ শিক্ষার্থী আহত হন।