ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ

মৃত্যু দুই
মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ

জামালপুরের সড়কে ত্রিমুখী সংঘর্ষে জুয়েল আকন্দ (৪৫) ও শাওন মিয়া (২৮) নামে দুইজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৬টার দিকে সদর উপজেলার জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ছনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুজ্জামান ভুঁঞা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে ছনকান্দা এলাকায় মহাসড়কের পাশে ট্রাক পরিষ্কার করছিলেন জুয়েল আকন্দ। এসময় নান্দিনাগামী অন্য একটি ড্রাম্পট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে জুয়েল আকন্দ ঘটনাস্থলেই মারা যান। এ সময় নান্দিনাগামী মোটরসাইকেল ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে শাওন মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী মারা যান। এ ঘটনায় ধাক্কা দেয়া ট্রাকের চালক মামুন মিয়ার একটি পা ভেঙে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত