জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে দেখা করে সচিব করার দাবি জানিয়েছেন অবসরে যাওয়া ‘বঞ্চিত’ অতিরিক্ত সচিবরা। ‘বঞ্চিত অবসরপ্রাপ্ত সচিব ফোরাম’-এর উদ্যোগে গতকাল সোমবার বেলা ১১টার দিকে বেশ কিছুসংখ্যক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সচিবালয়ে জনপ্রশাসন সচিবের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান। তাদের দাবি, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে তারা বারবার পদোন্নতিবঞ্চিত হয়েছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রায় ১৬ বছরে জনপ্রশাসন থেকে অবসরে যাওয়া ৭৬৪ জন কর্মকর্তাকে গত ৯ ফেব্রুয়ারি ‘ভূতাপেক্ষ’ পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপসচিব থেকে সচিব পর্যন্ত এই পদোন্নতি দেয়া হয়। তাদের মধ্যে ১১৯ জন সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
গতকাল দাবি জানাতে আসা অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবরা সাংবাদিকদের কাছে বলেন, এরইমধ্যে অবসরে যাওয়া যে ৭৬৪ জন কর্মকর্তাকে ‘ভূতাপেক্ষ’ পদোন্নতি দেয়া হয়েছে, তাতে নিয়ম ভঙ্গ করা হয়েছে। এ সংক্রান্ত কমিটির আহ্বানে কমিটির কাছে মোট ১ হাজার ৫৪০টি আবেদন জমা পড়েছিল। তাদের মধ্যে অতিরিক্ত সচিব আবেদন করেন ৫১২ জন। তাদের মধ্যে ৫১ জনকে অতিরিক্ত সচিব থেকে সচিব করা হয়েছে। কিন্তু তাদের মধ্যে ৩৮ জন অতিরিক্ত সচিব হওয়ার ক্ষেত্রে কখনও পদোন্নতিবঞ্চিত হননি। এছাড়া আবেদন না করেও পদোন্নতি পাওয়ার ঘটনা ঘটেছে। আবার অনেক ক্ষেত্রে পদোন্নতিতে মেধাক্রমকে আমলে নেয়া হয়নি।
‘বঞ্চিত’ এই অতিরিক্ত সচিবদের দাবি, তারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বারবার পদোন্নতিবঞ্চিত হয়েছেন। এখন আবার পদোন্নতিবঞ্চিত হওয়ায় পরিচয় সংকটে পড়েছেন। তাদের ভাষ্য, চাকরিতে সবাই সচিব হিসেবে পদোন্নতি পাবেন না, এটি তারা জানেন। কিন্তু সামাজিক মর্যাদার জন্য তারা সচিব পদে পদোন্নতি চান।
এ বিষয়ে বঞ্চিত অবসরপ্রাপ্ত সচিব ফোরামের আহ্বায়ক মো. নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে বলেছেন, আর্থিক সংকটের বিষয়টি বিবেচনা করে তারা কোনো বকেয়া বা আর্থিক সুবিধা চাচ্ছেন না।
তারা কেবল একটি পরিচয় ও মর্যাদা চান। এজন্য সচিব পদে পদোন্নতি চান। এ বিষয়ে জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব তাদের বলেছেন, বিষয়টি (এরইমধ্যে দেয়া ভূতাপেক্ষ পদোন্নতি) পর্যালোচনা করার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে সারসংক্ষেপ পাঠিয়েছেন।