পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ভারতে ঢুকে পড়ায় আটককৃত আলমগীর শেখ নামে এক বাংলাদেশি জেলেকে একদিন পর ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ১০/৪-এস এর নিকট বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি জেলে আলমগীর শেখকে নৌকা ও জালসহ ফেরত দেয়া হয়।
আলমগীর শেখ হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ রামনাথপুর গ্রামের আব্দুর রহমত শেখের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন, ৫৩ বিজিবির অধিনায়ক লে.দ কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, গত সোমবার রাত ৮টার দিকে রঘুনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭/৯-এস এর নিকট দিয়ে বাংলাদেশি জেলে আলমগীর শেখ পদ্মা নদীতে মাছ ধরার সময় অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বিএসএফ এর নিমতিতা ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়। পরে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান, বিএসএফ কমান্ড্যান্ট এর সঙ্গে অবৈধভাবে অনুপ্রবেশকারী জেলেকে ফেরত দেয়ার বিষয়ে আলোচনা করেন। পরে ব্যাটালিয়ন অধিনায়কের দিক-নির্দেশনায় ওয়াহেদপুর কোম্পানি কমান্ডার মোবাইলের মাধ্যমে নিমতিতা বিএসএফ ক্যাম্প কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে আটককৃত বাংলাদেশি জেলেকে ফেরত দেয়ার অনুরোধ জানান। পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি জেলেকে নৌকা ও জালসহ ফেরত আনা হয়। তাকে নৌকা ও জালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক।