ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুবি ত্রিপুরা (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের (প্রসীত) সদস্য। গতকাল বুধবার সকালে মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তাইন্দং ইউনিয়নের হেডম্যানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুবি ত্রিপুরা দলে অন্তিন ত্রিপুরা নামে পরিচিত। তার বাড়ি হেডম্যানপাড়া এলাকাতেই। একই সময়ে তাঁর বোন তারাপাতি ত্রিপুরা (২১) গুলিতে আহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দা ও ইউপিডিএফ সূত্রে জানা গেছে। তবে বিষয়টি পুলিশ নিশ্চিত করতে পারেনি।

ইউপিডিএফের অন্যতম সংগঠক অংগ্য মারমা বলেন, সকালে সাংগঠনিক কাজে গিয়ে সুবি ত্রিপুরা তাঁর বোনের বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জন সশস্ত্র ব্যক্তি তাঁকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলে সুবি ত্রিপুরার মৃত্যু হয়। একই সময়ে গুলিতে সুবি ত্রিপুরার ছোট বোন আহত হয়েছেন। হামলাকারী ব্যক্তিরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএসের (সন্তু) নেতাকর্মী বলে অভিযোগ করেন অংগ্য মারমা।

অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে জেএসএস নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানতে চাইলে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম বুধবার বেলা দেড়টার দিকে বলেন, ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় এখনো লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এর আগে গত রোববার রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের খামারপাড়ায় নির্মল খীসা নামের ইউপিডিএফের এক সদস্য গুলিতে নিহত হন। ৩ মার্চ পানছড়ি লোগাং সীমান্তবর্তী হাতিমারা এলাকায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে রূপসী চাকমা নামের এক গৃহবধূ মারা গেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত