লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন জসিম উদ্দিন বেপারী (৪০) সোমবার সকালে মারা যান। এর আগে সংঘর্ষের দিন ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে নিহত হয়েছিলেন সাইজ উদ্দিন দেওয়ান নামের এক প্রবাসী।
গত ৭ এপ্রিল বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে স্থানীয় বিএনপি নেতা ফারুক কবিরাজ ও কৃষকদল নেতা জিএম শামীম গাজীর অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে হাসপাতালে নিলে নিহত হন সাইজ উদ্দিন দেওয়ান। আহত হন অন্তত ৩০ জন। জসিম উদ্দিন বেপারী উত্তর চরবংশী গ্রামের হজল করিমের ছেলে। তিনি রায়পুর উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের অনুসারী ও স্বেচ্ছাসেবক দলের সক্রিয় কর্মী ছিলেন। সংঘর্ষে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি। প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সোমবার সকাল ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রবাসী সাইজ উদ্দিন দেওয়ান হত্যা মামলায় এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।