ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তির দাবি গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের

গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তির দাবি গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ ও রবিনটেক্স লিমিটেডের গ্রেপ্তারকৃত শ্রমিকদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়। গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাসের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, সাইফুল ইসলাম শরিফ, আনোয়ার খান, রুহুল আমিন সোহাগ, খোরশেদ আলম মথুন প্রমুখ। বক্তারা বলেন, রবিনটেক্সের শ্রমিকরা ইউনিয়ন গঠন ও নিবন্ধন করার প্রচেষ্টা শুরু করার পর থেকেই কারখানা কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে শ্রমিকদের সংগঠিতভাবে মত প্রকাশের অধিকারকে দমন করতে ইউনিয়ন নির্মূল করার কাজ চালিয়ে আসছিল। ফ্যাসিস্ট সরকারের সময় রবিনটেক্স কর্তৃপক্ষ সরকারের ঊর্ধ্বতনদের সহায়তায় শ্রম অধিদপ্তরের ওপর অন্যায় চাপ তৈরি করে শ্রমিকদের ইউনিয়ন নিবন্ধন দিতে বাধা দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত