ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মে মাসে টানা তিন দিন করে দুইবার ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের

মে মাসে টানা তিন দিন করে দুইবার ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের

ঈদে টানা ৯ দিনের লম্বা ছুটির পর এবার মে মাসে দুইবার তিন দিন করে ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামী ১ মে (বৃহস্পতিবার) মে দিবসের (আন্তর্জাতিক শ্রমিক দিবস) সরকারি ছুটি। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ কারণে একসঙ্গে তিন দিনের ছুটি মিলছে।

অন্যদিকে, মে মাসে আরও একবার তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। আগামী ১১ মে (রোববার) বুদ্ধ পূর্ণিমার ছুটি। এর আগে দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে দুইবার তিন দিন করে ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। অন্তর্বর্তী সরকার গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয়। ওই ৫ দিনের সঙ্গে এবার নির্বাহী আদেশে আরও একদিন (৩ এপ্রিল) ছুটি দেওয়া হয়। ফলে সরকারি ছুটি হয় ৬ দিন। এর সঙ্গে যুক্ত হয় মোট ৩ দিনের সাপ্তাহিক ছুটি। এভাবে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি মেলে সরকারি চাকরিজীবীদের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত