ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাম্পের শুল্ক অনিশ্চয়তায় ভিয়েতনামে চীনা ব্যবসা বিপাকে

ট্রাম্পের শুল্ক অনিশ্চয়তায় ভিয়েতনামে চীনা ব্যবসা বিপাকে

এক বছর আগে চাং চুন্দোং যে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন, সেটিকে সম্প্রসারণ করে ভিয়েতনামে নিয়ে এসেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের বাণিজ্যযুদ্ধের পর, বহু চীনা ব্যবসার মতো তারাও ভিয়েতনামের এই দ্রুত বিকাশমান উৎপাদনকেন্দ্র বেছে নিয়েছিল। কিন্তু এখন সেই প্রতিষ্ঠান চীনের বিওয়াইডি কোম্পানির তৈরি ফর্কলিফটের এক পরিবেশক- আশানুরূপ দ্রুত অগ্রগতির মুখ দেখছে না। কারণ বিভিন্ন কারখানা প্রকল্প আটকে আছে এবং ট্রাম্প যে ৪৬ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, তা বাস্তবায়িত হয় কি না, তা দেখার অপেক্ষায় রয়েছে ভিয়েতনাম। ‘যে সব কারখানা থেকে আমরা অর্ডার পেয়েছিলাম, সেগুলোর চালু হওয়ার প্রস্তুতি প্রায় শেষ। কিন্তু শুল্ক-সংক্রান্ত খবর আসার পরই আমাদের জানানো হয়েছে, প্রকল্প এবং ফর্কলিফট ক্রয় স্থগিত রাখা হয়েছে,’ বলেন হুয়োচাচা নিউ এনার্জি গ্রুপের ব্যবস্থাপক চাং, যাদের ভিয়েতনামের ক্লায়েন্টদের মধ্যে রয়েছে চীনা ইলেকট্রনিক্স নির্মাতা টিসিএলও। ‘আমাদের এখন দ্রুত প্রবৃদ্ধির পর্যায়ে থাকার কথা... কিন্তু শুল্কের কারণে তা হচ্ছে না,’ এএফপিকে বলেন, ৩৯ বছর বয়সী এই কর্মকর্তা। ভিয়েতনামে থাকা অনেক চীনা ব্যবসা, বিশেষ করে যারা সরাসরি যুক্তরাষ্ট্রে রপ্তানি করে, তারা তাত্ত্বিকভাবে চীনের তুলনায় তুলনামূলক ভালো অবস্থানে- কারণ বেইজিং এরইমধ্যে বহু পণ্যের ওপর ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্কের মুখোমুখি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত