প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোর দিয়ে বাংলাদেশের জনগণকে নিরাপত্তাহীন করবেন না। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ উদ্যোগে ‘রাখাইন পরিস্থিতি: মানবিক করিডোর এবং বাংলাদেশের পরিস্থিতি’ শীর্ষক এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান রিপন বলেন, আমরা শুনলাম ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার রাখাইন রাজ্যগুলোতে ত্রাণ সহায়তা পাঠাতে মানবিক করিডোর দিচ্ছে। এই মানবিক করিডোর কী? মানবিক করিডোরটা হচ্ছে- যখন পাশের রাজ্যে, পাশের দেশে গৃহযুদ্ধ, রক্তারক্তি হয়, তখন সে দেশের সাধারণ জনগণকে নির্গমনের জন্য রাস্তা করে দেওয়া হয়। এই ধরনের ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি। কিন্তু একটি করিডোরও রক্তারক্তি ছাড়া মুক্তি পায়নি। সব মানবিক করিডোর অমানবিক অবস্থায় পতিত হয়েছে। সুতরাং, বাংলাদেশের যে মানবিক করিডোর দেওয়াও হচ্ছে, এটা বাংলাদেশের জনগণ ও সার্বভৌমত্বের জন্য সুখকর নয়। ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে তিনি বলেন, আপনি চাইলে দেশের জন্য অনেক ভালো কিছু করতে পারেন।