পবিত্র হজ পালনের জন্য গতকাল শনিবার সকাল পর্যন্ত ব্যবস্থাপনাকর্মীসহ মোট ১৭ হাজার ৬৯৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ পোর্টালের প্রতি দিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনে উল্লেখ করা হয়, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ হাজার ১৩০ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। এ পর্যন্ত মোট ৪৩টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৮টি, সৌদি এয়ারলাইন্স ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১২টি ফ্লাইট পরিচালনা করেছে। গত ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। এবারে বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ৮৭ হাজার ১০০ জন।