ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে রোনালদোপুত্র

পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে রোনালদোপুত্র

ক্রিস্টিয়ানো রোনালদো জাতীয় দলের হয়ে অসংখ্য কীর্তি গড়েছেন। সিআর সেভেন যখন ক্যারিয়ারের একেবারে সায়াহ্নে এসে পৌঁছেছেন তখনই আলোচনায় চলে এসেছে তার জ্যেষ্ঠ পুত্র ক্রিস্টিয়ানো দস সান্তোস। গত কিছুদিন ধরে জাতীয় দল হিসেবে কোন দেশকে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে বেছে নেবেন তা নিয়ে শোনা যাচ্ছিল নানা আলোচনা। বিভিন্ন কারণে পাঁচটি দেশে খেলার সুযোগ ছিল তার। তবে ১৪ বছর বয়সী রোনালদো পুত্র পিতৃভূমির হয়েই গড়তে যাচ্ছেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার। প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাকা হয়েছে তাকে। ক্রিস্টিয়ানো দস সান্তোস যিনি ক্রিস্টিয়ানো জুনিয়র নামেই পরিচিত বর্তমানে খেলছে সৌদি ক্লাব আল নাসরের বয়সের ভিত্তিক দলে। এর আগে বাবার সাবেক দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাসের বয়সভিত্তিক দলেও খেলেছিল রোনালদোপুত্র। পর্তুগালের বয়সভিত্তিক দলের ক্রিস্টিয়ানো জুনিয়র খেলবে ভ্লাটকো মারকোভিচ টুর্নামেন্টে। ক্রোয়েশিয়ায় এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ১৩ মে থেকে ১৮ মে পর্যন্ত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত