ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় পর্যায়ে হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা ২০২৪-২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। গতকাল বুধবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতাকে কেন্দ্র করে পুরো মসজিদ বায়তুল মোকাররম মসজিদজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আনিছুর রহমান সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা জজ ও দায়রা জজ) আ. সালাম খান। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহিব্বুল্লাহিল বাকি নদভী। আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মোহাম্মদ মোরছাল প্রমুখ। ধর্মীয় আবহে মুখরিত এই প্রতিযোগিতা ইসলামি শিক্ষা ও ঐতিহ্যকে জাগ্রত করতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত