ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ফাইনালে ইন্টার মিলান

ফাইনালে ইন্টার মিলান

রোমাঞ্চকর এক সেমিফাইনাল উপভোগ করল ফুটবল বিশ্ব। একটি ফুটবল ম্যাচে যা দরকার, সান সিরোয় ইন্টার মিলান-বার্সেলোনার ম্যাচে তার সবই যেন হল একসঙ্গে। ২-০ গোলে পিছিয়ে পড়েও বার্সা এগিয়ে গিয়েছিল ৩-২’এ। ইনজুরি টাইমে ইন্টার আবারও সমতা ফেরালে ইংলিশ কিংবদন্তি অ্যালেন শিয়েরার অ্যামাজন প্রাইমে বলছিলেন, ‘যা দেখছি বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাস্য।’ চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগটা শেষ হয়েছিল ৩-৩ সমতায়। ৯০ মিনিটেও সেই ৩-৩ সমতা। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৯তম মিনিটে দাভিদ ফ্রাত্তেসির গোলে নিশ্চিত হয়ে যায় ইন্টার মিলানের ৪-৩ গোলের জয় আর ফাইনালের টিকিট। ৭ গোলের রোমাঞ্চ জিতে গত ৩ বছরে এ নিয়ে দুইবার ফাইনালের টিকিট পেল ইন্টার। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের সেমিতে বার্সেলোনাকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেল ইন্টার মিলান। প্রথম লেগ ৩-৩ গোলে ড্র হয়েছিল। এবারও ম্যাচের মূল সময় ৩-৩ গোলেই অমীমাংসিত থাকে। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে ডেভিড ফ্রাত্তেসির গোলে জিতে যায় ইন্টার। দুই লেগ মিলিয়ে ৭-৬ অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে গেল ইতালির ক্লাবটি। গতকাল মঙ্গলবার রাতে ইন্টারের মাঠ সান সিরোতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে লাওতারো মার্তিনেজ ও হাকান চালহানোয়লুর গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্সেলোনা। কিন্তু দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মধ্যে এরিক গার্সিয়া ও দানি ওলমো গোলে কাতালান ক্লাবটি ম্যাচে সমতা আনে। ৮৮ মিনিটে রাফিনিয়ার গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর অনেকেই তাদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন দেখতে পাচ্ছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত