অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় চার বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্তের বিপরীতে ভারতের ভেতর থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ। আটকরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার মোড়ল হাট জিয়াবাড়ি গ্রামের আব্দুলের ছেলে হামিদুল (৩০), আনসারুলের ছেলে শামীম (২৩), একই উপজেলার লাহিড়ী এলাকার তরিকুল ইসলামের ছেলে মিস্টার (৩০) আরও একজনের নাম এখনও পাওয়া যায়নি। এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, আটক চার বাংলাদেশি ভারতে দীর্ঘদিন ধরে ছিলেন। অবৈধপন্থায় ফেরত আসার চেষ্টাকালে ভারতের সীমান্ত থেকে তাদের আটক করে বিএসএফ। আমরা পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনার চেষ্টা করছি।