ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

হজযাত্রীদের অধিকতর সেবা প্রদানে হুইল চেয়ার সরবরাহ

হজযাত্রীদের অধিকতর সেবা প্রদানে হুইল চেয়ার সরবরাহ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজযাত্রীদের জন্য হুইল চেয়ার হস্তান্তর করেছে রোটারি ক্লাব অব মতিঝিল। বলাকা ভবনে সম্প্রতি এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই হুইল চেয়ারগুলো হস্তান্তর করা হয়। রোটারি ক্লাব অব মতিঝিলের পক্ষে আরটিএন, পিপি আবদুস শাকুর চৌধুরী এমপিএইচএফ, এমসি, বি, এমডি ১২টি হুইল চেয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো: সাফিকুর রহমানের কাছে হস্তান্তর করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় পরিদপ্তরের পরিচালক আশরাফুল আলম, জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ,বি,এম, রওশন কবীর, রোটারি ক্লাব অব মতিঝিলের আরটিএন, পিপি সত্য রঞ্জন সাহা এমপিএইচএফ ও আরটিএন, পিপি মসিহ্ মালিক চৌধুরী এফসিএ, এলএলবি, এফসিএস, এমপিএইচএফ। এসময়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো: সাফিকুর রহমান বলেন- হুইল চেয়ারগুলোর সংযোজনের ফলে হজক্যাম্প ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের পক্ষ থেকে হজযাত্রীদের হজযাত্রা অধিক আরামদায়ক ও নিরাপদ হবে। তিনি রোটারি ক্লাব অব মতিঝিলের সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত