আন্তর্জাতিক গেমসে খেলতে হলে জাতীয় চ্যাম্পিয়নশিপের মানদ- পেরিয়ে আসতে হয়। সামনেই সাউথ এশিয়ান (এসএ) গেমস। তাই গেমসে স্বর্ণপদক ধরে রাখতে জাতীয় চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে ফেডারেশন। সাড়ে ৭০০ কারাতেকার অংশগ্রহণে আজ শুরু হচ্ছে জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপের খেলা। মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল ৯টা থেকেই পদকের জন্য এসএ গেমসে স্বর্ণজয়ী হুমায়রা আক্তার অন্তরা, মারজান আক্তারদের সঙ্গে লড়বেন নতুন কারাতেকারাও। তিন দিনব্যাপী প্রতিযোগিতায় ৮৭ দলের সাড়ে ৭০০ কারাতেকা ২১টি ওজন শ্রেণিতে খেলবেন। যার মধ্যে ৫১৭ জন পুরুষ ও ২২৩ জন মেয়ে কারাতেকা রয়েছেন।