রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাব-২ ও বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী। অভিযানে ৬ জন দালালকে আটক করা হয়েছে, যারা দীর্ঘদিন ধরে ভর্তি বাণিজ্য, প্রতারণার মাধ্যমে রোগীদের কাছ থেকে অর্থ আদায় এবং রোগীদের অন্যত্র বেসরকারি হাসপাতালে ভাগিয়ে নেওয়ার কাজ করে আসছিল। গতকাল রোববার সকালে চালানো এ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-২-এর স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান। জানা গেছে, সরকারি হাসপাতালগুলোতে দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে চলমান অভিযানের অংশ হিসেবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যৌথভাবে এ অভিযান চালানো হয়।