ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সূচকের বড় লাফ ৪০০ কোটি টাকা ছাড়াল লেনদেন

সূচকের বড় লাফ ৪০০ কোটি টাকা ছাড়াল লেনদেন

ঈদের পর প্রথম কার্যদিবসে দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের মিশ্র প্রবণতা দেখা গেলেও দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার বড় উত্থান হয়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের গতি। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে সবকটি মূল্যসূচক। একই সঙ্গে লেনদেন বেড়ে ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে। এতে ২৩ কার্যদিবসের মধ্যে বাজারটিতে সর্বোচ্চ লেনদেন হয়েছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে বেড়েছে সবকটি মূল্যসূচক। তবে সিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। এদিন ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৩৬টির। আর ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৫ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। বাজারটিতে ৪১৭ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে। এর মাধ্যমে গত ৭ মে’র পর ডিএসইতে ৪০০ কোটি টাকার বেশি লেনদেনের দেখা মিললো। এর আগে টানা ১৮ কার্যদিবস ডিএসইতে ৩০০ কোটি টাকার কম লেনদেন হয়।

লেনদেন খরা থেকে বের হতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে লাভেলো আইসক্রিম। কোম্পানিটির ২৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৯০ লাখ টাকার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত