গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের সূর্যনারায়ণপুর পল্লী বিদ্যুৎ এলাকায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সিএনজিযাত্রী। নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার আনোয়ারপুর কাজলা গ্রামের তানভীরের স্ত্রী রতনা আক্তার (৩২) ও তার চার বছরের ছেলে সায়ান, একই জেলার ইটনা থানার কিষ্টুপুর গ্রামের আবুল কালামের পুত্র তৌফিদুল ইসলাম (১৪)। আহত তিনজনের মধ্যে একজন সিএনজিচালক অপর দুজন যাত্রী। জানা যায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজি কাপাসিয়ার ওই এলাকায় এলে ঢাকা থেকে আসা কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি গাড়ি সিএনজিটিকে ধাক্কা দেয় এসময় মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি ভেঙে দুমড়েমুছড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজন এবং ঢাকায় নেওয়ার পথে একজন মারা যায়।