দেশজুড়ে আগামী তিন দিন অতিভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে গত মঙ্গলবার দুপুর ২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। গতকাল মঙ্গলবার আবহাওয়াবিদ জেবুন্নেছার সই করা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।