ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মাদ্রাসা শিক্ষকদের

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মাদ্রাসা শিক্ষকদের

প্রাথমিক বিদ্যালয়ের মতো সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ ৬ দফা দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট। দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ না নিলে অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচি প্রদানেরও হুঁশিয়ারি দিয়েছেন জোটের নেতারা। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট। আয়োজিত এক আলোচনা সভায় এসব দাবি ও কর্মসূচির হুঁশিয়ারি দেন জোটের নেতারা। ২০২৫-২৬ অর্থ বছরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের বেতন ও ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির জন্য জাতীয় বাজেটে ৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখায় বর্তমান অন্তর্বর্তী সরকার ও শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাতে এ আলোচনা সভার আয়োজন করা হয়। তাদের দাবিগুলো, অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা-২০২৫ দ্রুত বাস্তবায়নকরণ। স্বীকৃতিপ্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো মাদরাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্তকরণ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত