ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই অভ্যুত্থানের সব অংশীদারের প্রতি সরকার নিরপেক্ষ : প্রেস সচিব

জুলাই অভ্যুত্থানের সব অংশীদারের প্রতি সরকার নিরপেক্ষ : প্রেস সচিব

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব পক্ষের প্রতি অন্তর্বর্তী সরকারের আচরণ নিরপেক্ষ এবং ভারসাম্যপূর্ণ এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রেস সচিব বলেন, জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, তারা সবাই আমাদের অংশীদার। আমরা তাদের সবার কথাই শুনছি। সবার প্রতি আমাদের আচরণ নিরপেক্ষ। তিনি আরও বলেন, আগামী মাসের মধ্যেই ‘জুলাই চার্টার’ প্রস্তুত করা সম্ভব হবে বলে আশাবাদী। আলোচনায় অগ্রগতি হয়েছে। আমরা আশাবাদী, জুলাইয়ের মধ্যেই এটা প্রকাশ করা যাবে। আলোচনায় জামায়াতে ইসলামী কেন অংশ নেয়নি এ প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, এ বিষয়ে জামায়াতে ইসলামী নিজেরাই ব্যাখ্যা দিতে পারবে।

তবে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং আমরা আশা করছি, আগামীকালকের আলোচনায় তারা অংশ নেবে। সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন তোলা হয়, সম্প্রতি লন্ডনে একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যৌথ বিবৃতি প্রচার করায় এনসিপি ও গণঅধিকার পরিষদ অভিযোগ করেছে যে, প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। জবাবে প্রেস সচিব বলেন, জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, তারা সবাই আমাদের অংশীদার। আমরা তাদের সবার কথাই শুনছি। সবার প্রতি আমাদের আচরণ নিরপেক্ষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত