পবিত্র হজ পালন শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি ফ্লাইটে (ইএ১৩৬) ৪১৩ জন হাজি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টা ৪৮ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর হাজিদের ফুলেল শুভেচ্ছা জানান। এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানিয়েছেন, চট্টগ্রাম থেকে এবার ৫ হাজার ১৮৮ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাত্রা করেছিলেন। এ সময় সিএএবির কর্মকর্তা, বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেলা ব্যবস্থাপক, স্টেশন ম্যানেজার উপস্থিত ছিলেন।