বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঝরনায় একজন পর্যটক পাহাড়ি ঢলে ভেসে নিখোঁজ হয়েছেন। তার নাম মেহেরাব হোসাইন (১৮)। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি ভেসে যান। স্থানীয় লোকজন বলেন, গত মঙ্গলবার উপজেলার ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি এলাকার ভালুকিয়া খালের মংজয়পাড়া ঝরনায় ১৮ জনের একদল কিশোর ও তরুণ ঘুরতে যান। তারা কক্সবাজারের উখিয়া উপজেলার হলুদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বাজার থেকে বেড়াতে আসেন। মংজয়পাড়া ও বরইতলির বাসিন্দারা তাদের ঝরনায় না যেতে বলেছিলেন। কিন্তু তারা বাধা মানেননি। ঝরনা থেকে ফেরার পথে প্রবল বৃষ্টি শুরু হলে ভালুকিয়া খালে পাহাড়ি ঢল নামে।