ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

নৈতিকতা, রাজনীতি ও দায়বদ্ধতা বিষয়ক সেমিনার জবিতে

নৈতিকতা, রাজনীতি ও দায়বদ্ধতা বিষয়ক সেমিনার জবিতে

নৈতিকতা, রাজনীতি ও দায়বদ্ধতা বিষয়ে দিনব্যাপী জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। গতকাল বাংলাদেশ ফিলসফিক্যাল সোসাইটির (বিপিএস) উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ও বিপিএস-এর সভাপতি অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ীর সভাপতিত্বে সেমিনার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। প্রধান অতিথি ছিলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

তিনি বলেন, ‘একাত্তরের পর আমরা ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু বাস্তবে তার থেকে বিচ্যুতি ঘটেছে। নতুন প্রজন্মকে পথ চলতে হবে, তবে কোথায় থামতে হবে তা জানতে হবে। সঠিক চেতনার উন্মেষ ঘটে দার্শনিক চিন্তা থেকেই।’ সমিনারে মূল প্রবন্ধ ‘বাংলাদেশের রাষ্ট্রদর্শন: গণতন্ত্রের পোশাকে রাজনৈতিক নিরঙ্কুশতন্ত্র’ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. হারুন রশীদ। তিনি বলেন, ‘রাষ্ট্রীয় কাঠামো আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক হলেও বাস্তবতা বলছে, এটি নিরঙ্কুশ ক্ষমতার দিকে এগোচ্ছে।’ বশেষ অতিথি ছিলেন জবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত