ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব

কমেছে জাপানের গাড়ি রপ্তানি

কমেছে জাপানের গাড়ি রপ্তানি

ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে উদ্বেগের মধ্যেই, মে মাসে যুক্তরাষ্ট্রে জাপানের মোটরগাড়ি রপ্তানি প্রায় এক চতুর্থাংশ কমে গেছে বলে গতকাল বুধবার প্রকাশিত সরকারি তথ্য থেকে জানা গেছে। যদিও টোকিও ও ওয়াশিংটনের মধ্যে এখনো কোনো বাণিজ্য চুক্তি হয়নি। টোকিও থেকে এএফপি জানিয়েছে, জাপানের মোটরগাড়ি শিল্পে প্রায় আট শতাংশ কর্মসংস্থান জড়িত। দেশতে বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতা টয়োটা, হোন্ডা, নিসানসহ অন্যান্য শীর্ষ কোম্পানির আবাসস্থল। জাপান ২৫ শতাংশ আমেরিকান যানবাহন শুল্ক এবং অন্যান্য বাণিজ্য শুল্ক থেকে অব্যাহতি চাইলেও ট্রাম্প প্রশাসনের সঙ্গে একাধিক দফা আলোচনা সত্ত্বেও কোনো সমঝোতা হয়নি। মে মাসে টানা দ্বিতীয় মাসের মতো দেশটি বাণিজ্য ঘাটতির মুখে পড়ে জাপান। যেখানে রপ্তানির তুলনায় আমদানি ৬৩৭.৬ বিলিয়ন ইয়েন (৪.৪ বিলিয়ন ডলার) বেশি হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে মোট রপ্তানি প্রায় ১১ শতাংশ কমেছে এবং গাড়ি রপ্তানি আগের বছরের তুলনায় ২৪.৭ শতাংশ হ্রাস পেয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত